কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

`করোনাকালে ইন্টারনেট ব্যবহার ও অনলাইন কেনাকাটা বেড়েছে ৫০ শতাংশ'

কালের কণ্ঠ প্রকাশিত: ১৮ জুন ২০২০, ০৭:৪১

করোনাকালে দেশে ইন্টারনেট ব্যবহার ও অনলাইন কেনাকাটা বেড়েছে ৫০ শতাংশ। শুধু তা-ই নয়, নতুন করে ৫০ লাখ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টও খোলা হয়েছে, জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক।

মঙ্গলবার অনলাইনে ‘অ্যাডভান্সড সার্টিফিকেশন ফর ম্যানেজমেন্ট প্রফেশনাল’ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। আইসিটি বিভাগের এলআইসিটি প্রকল্প এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) আয়োজিত এ প্রশিক্ষণে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের ২৪০ কর্মকর্তা অংশ নিচ্ছেন।

আইবিএর পরিচালক অধ্যাপক ড. ফরহাত আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, এলআইসিটি প্রকল্প পরিচালক রেজাউল করিম প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে